কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে সাকিব হোটেলের রান্নাঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে বাজারের নৈশ প্রহরীরা পাহারা শেষ করে বাড়ি যাওয়ার ওই হোটেলের রান্না ঘর থেকে আগুনের ধোয়া দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয়রা আগুন নিভাতে ছুটে আসে। খবর পেয়ে হোটেল মালিক জামাল গাজী ঘটনাস্থলে আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে বিষয়টি কালিগঞ্জ থানায় অবহিত করেছে হোটেল মালিক।
8,948,507 total views, 4,257 views today