রমিজুল ইসলাম : কামালনগর দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে পবিত্র জুম্মা’র নামাজের মধ্য দিয়ে নব-নির্মিত এ মসজিদের উদ্বোধন করা হয়। মসজিদের উদ্বোধনি দিনে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাও. মো. আলতাব হোসেন, আহলে হাদিস আন্দোলন সাতক্ষীরা শাখার সভাপতি মাও. মো. আব্দুল মান্নান, ব্যবসায়ী মো. এবাদুল ইসলাম ও পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলার মো. শফিকুল ইসলাম বাবু, কামালনগর দক্ষিণ পাড়া আহ্লে হাদিস জামে মসজিদের সভাপতি মো. রফিকুল ইসলাম, আহŸায়ক ও সম্পাদক মো. আবু হোসেন ফিরোজ কবীর। এ সময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।