সেপ্টেম্বর ১৬, ২০২০
ইসলামী আন্দোলনের যৌথ সভা ও মজলিশে শুরা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : ইসলামী আন্দোলনের জেলা-থানা দায়িত্বশীল যৌথ সভা ও মজলিশে শুরা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শহরের নবারুণ স্কুল মোড় জেলা কার্যালয়ে সভা ও মজলিশে শুরা অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাও. মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান। প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকারী মহা-সচিব হযরত মাও. মো. আব্দুল কাদের। প্রধান অতিথি জেলা ও থানা দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি ইসলামী আন্দোলনের দাওয়াতকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বশীলদের প্রতি উদত্ব আহŸান জানান। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলার দ্বীনি সংগঠন, ছদর, শেখ আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সহ-সভাপতি ডা. ইসহাক, ইসলামী যুব আন্দোলন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. কাজী মো. ওয়েজ কুরণী, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মহিউদ্দিন আল ফারুক, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মো. মুবাশশীরুল ইসলাম তকী, মো. তোছাদ্দেক হোসেন খোকা, মাও. নূরুজ্জামান, মাও. আব্দুল হান্নান, মাও. এ.কে.এম রেজাউল করিম, মাও. জাহিদুল বাশার, মাও. মাহমুদুল হাসান, মাও. আবু বকর, মো. ওয়ায়েজ, মো. কাইকাউস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সাধারণ সম্পাদক মো. ছারোয়ার আলম। 8,953,255 total views, 9,005 views today |
|
|
|