নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বেতনা নদীর চর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামের বেলায়েত সরদারের ছেলে খোকন সরদারের বাড়ির সামনে বেতনা নদীর চর থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, দুপুর আনুমানিক ২টার দিকে চাঁপড়া গ্রামের মৃত মুন্সি শহর আলী গাজীর ছেলে আনারুল হক রাস্তায় দাঁড়িয়ে নদীর চরে হঠাৎ একটা লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশ নাজমুল হুদা ও ইউপি সদস্য রবিউল ইসলামকে জানান। তাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। তার গায়ে দৃশ্যমান কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে পোস্টÑমর্টেম রিপোর্টের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।