সেপ্টেম্বর ১০, ২০২০
অবকাঠামোগত কার্যক্রম শেষ পর্যায়ে আশাশুনিতে শত-ভাগ বিদ্যুতায়ন এখন সময়ের ব্যাপার
সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত শত-ভাগ বিদ্যুতায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। প্রলয়ঙ্কারী আম্পান ও পরবর্তীতে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের অস্বাভাবিক জোয়ারে লন্ডভন্ড উপজেলার প্রতাপনগরের ১৭ গ্রাম, শ্রীউলার ২২ গ্রাম ও আশাশুনির ৯ গ্রামে এখনও জোয়ার-ভাটা চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাকি এলাকায় শত-ভাগ বিদ্যুতায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পানি-বন্দী ঝুঁকিপূর্ণ এলাকা বাদে শত-ভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে। পানি-বন্দী বা জোয়ার-ভাটা চলতে থাকা এলাকায় পানি কমলেই আমরা বাকি কাজ শেষ করব। আশাশুনি পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পানের তাÐবে পল্লীবিদ্যুৎ বিভাগ লÐভÐ হয়ে গেলেও সাতক্ষীরা জেলা জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহার তত্ত¡াবধানে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করে অল্পসময়ের মধ্যেই আবার সংযোগ চালু করা সম্ভব হয়েছে। কিন্তু আম্পানে নদীর বাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের ১৯ টি, শ্রীউলা ইউনিয়নের ২২টি, আনুলিয়া ইউনিয়নের ৫টি ও আশাশুনি সদরের ৩টি গ্রাম বিদ্যুৎ সংযোগের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপর রিং-বাঁধ দিয়ে কিছু গ্রামে জোয়ারের পানি আটকানো সম্ভব হয়। পরবর্তীতে ২০ আগস্ট নদীর অস্বাভাবিক জোয়ারে আবারও প্রতাপনগর ইউনিয়নের ১৭ টি, শ্রীউলা ইউনিয়নের ২২টি, ও আশাশুনি সদরের ৮টি গ্রাম প্লাবিত হয়ে পানি-বন্দী হয়ে পড়েছে। সে জন্যে প্রতাপনগর ইউনিয়নের ২১০ ও শ্রীউলা ইউনিয়নের ৬৮৭ ঝুঁকিতে থাকায় তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা অবকাঠামোগত কার্যক্রম শেষ পর্যায়ে এনেছি। আশা করি সঠিক সময়ের মধ্যেই আমরা কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করতে পারব। এছাড়া বিদ্যুৎ অফিস শত-ভাগ দুর্নীতি মুক্ত করা হয়েছে। এখন নির্ধারিত ফি ছাড়া কোথাও অতিরিক্ত টাকা লাগে না। মিটারের জন্য ফি ছাড়া অতিরিক্ত টাকা না দিতে এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয়েছে। এরপরও কারও কোন অভিযোগ থাকলে আমাকে জানালে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শত-ভাগ বিদ্যুতায়নের প্রতিশ্রæতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। 8,952,974 total views, 8,724 views today |
|
|
|