Site icon suprovatsatkhira.com

৫শ’ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৫শ’ গ্রাম গাঁজা সহ মো. বেলাল হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে আশাশুনি উপজেলার রাজাপুর এলাকার মো. রজব আলী গাজীর ছেলে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার রামেরডাঙ্গা এলাকা থেকে তাকে গাঁজা সহ আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে সদর উপজেলার রামেরডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনাকালে মো. বেলাল হোসেনকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৫শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version