Site icon suprovatsatkhira.com

সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জেলার জনগুরুত্বপূর্ণ সড়ক নিয়ে সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সাতক্ষীরা জেলার গুরুত্বপুর্ণ কয়েকটি রাস্তা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নিউমার্কেট থেকে আশাশুনি রাস্তা, আলিপুর চেকপোস্ট থেকে ভোমরা পোর্ট, বিনেরপোতা থেকে আশাশুনি সড়ক হয়ে আলীপুর চেকপোস্ট পর্যন্ত আর একটি বাইপাস সড়কের ব্যবস্থা করা। এছাড়াও জেলার নাগরিকদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ন্যায্য দাবি তুলে ধরা হয়। নিউমার্কেট থেকে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত রাস্তা সংস্কার করার দাবি জানানো হয়। নির্বাহী প্রকৌশলী দাবি গুলো শুনে তিনি বলেন, বর্ষার পরপরই চেকপোস্ট থেকে ভোমরার রাস্তার কাজ শুরু হবে। আশাশুনি সড়কের কাজ ও শুরু হলেও বর্ষার কারণে একটু সমস্যা হচ্ছে বলে জানান তিনি। আগামী ২ দিনের মধ্যে নিউমার্কেট থেকে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত উপস্থিত চলার মতো ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, আপনারা আমার কাছে কিছু দাবি করেছিলেন সে দাবি কিন্তু আমি পূরণ করে দিয়েছি। যেমন ইটাগাছা থেকে বাঁকল পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে প্রশস্ত করা, বাইপাসের বিভিন্ন স্থানে জেব্রা ক্রসিং দেওয়া, খুলনা রোড মোড় প্রশস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রাস্তা ২৪ ফুট চওড়া রাস্তার প্রস্তাব একনেকে চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়ে খোঁজখবর নিচ্ছেন। আর একটি বাইপাস সড়কের কথা বলা হচ্ছে এটি করার জন্য এমপি মহোদয়রা ডিওলেটার দিলে দ্রæত করা সম্ভব হবে। সর্বশেষে তিনি বলেন এভাবে আপনারা পাশে থাকলে আরও কাজ করাতে সুবিধা হবে।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য এস.এম আবুল কালাম প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version