কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : “মাদককে না বলুন খেলাধুলাকে হ্যাঁ বলুন” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ ইউনাইটেড প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের আয়োজনে ও শিক্ষক সঞ্চয় কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে খেলার শুভ উদ্বোধন করেন জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবু প্রাণনাথ দাশ। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শাহাজী ও মিলন কুমার প্রমুখ। জানা যায় টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করবে এবং সুন্দরবন টাইগার বনাম লাবণ্যবতী ফুটবল একাদশ দলের মধ্যে দিয়ে খেলার আনুষ্ঠানিক সূচনা হয়। এ সময় বাবু প্রাণনাথ দাশ খেলা সামগ্রী বিতরণ করেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/