নিজস্ব প্রতিনিধি : সুন্দরবন নির্ভর জেলে-বাওয়ালি ও মৌয়ালদের বিকল্প কর্মসংস্থানের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বরসা রিসোর্ট হলরুমে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সুন্দরবন আল্লাহ তায়ালার নেয়ামত। এটিকে কোনভাবেই ধ্বংস করা যাবে না। আমাদের সুন্দরবন নির্ভর মানুষদের বিকল্প কর্মসংস্থান এর ব্যবস্থা করে তাদেরকে উপার্জনের প্রক্রিয়া চালু করতে হবে। সুন্দরবনে না যেয়ে সুন্দরবন মুখী মানুষদের ভিন্ন আয়ের পথ সৃষ্টি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি’। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, সহকারী বন সংরক্ষক এম.এ হাসান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা সমবায় অফিসার মো. জহুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. এনামুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, সুন্দরবন সুরক্ষা কমিটির আহŸায়ক গাজী সালাউদ্দিন বাপ্পী, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিমের সহ-সভাপতি আনিছুর রহমান সহ বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়ন থেকে আসা শতাধিক জেলে-বাওয়ালি।
সুন্দরবন নির্ভর জেলে-বাওয়ালি ও মৌয়ালদের বিকল্প কর্মসংস্থানের মতবিনিময় সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/