নিজস্ব প্রতিনিধি : “তোমার আদর্শে পথ চলব চিরকাল” প্রতিপাদ্য নিয়ে সি আর দত্তের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় শোকবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শোকবন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিত সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, গৌর দত্ত, সুধাংশু শেখর সরকার, কাউন্সিলার অনীমা রানী মন্ডল, পৌল সাহা, ডা. সুব্রত ঘোষ, নিত্যানন্দ আমীন, অধ্যক্ষ শিবপদ গাইন, অসীম দাস সোনা, বিকাশ চন্দ্র দাশ, রেভা: থিউফিল গাজী, প্রভাষক বিশ্বনাথ কয়াল, নারায়ন মন্ডল, কানাই লাল সাহা কানু, প্রবীর পোদ্দার প্রমুখ।
শোকবন্ধনে নেতৃবৃন্দ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর উত্তম মেজর জেনারেল(অব:) সি আর দত্তের আত্মার শান্তি কামনা করে বলেন, শোককে শক্তিতে পরিণত করে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সি.আর দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্বরত ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধের সময় চার নং সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি।
সি আর দত্তের মৃত্যুতে সাতক্ষীরায় শোকবন্ধন অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/