নিজস্ব প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কবির। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক। সাধারণ সম্পাদক সমীর রায়ের পরিচালনায় মতবিনিময়কালে ওসি বলেন, জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় যথাসাধ্য চেষ্টা করছি আশাশুনি থানাকে জন-বান্ধব একটি পুলিশ টিম হিসেবে সাধারণ মানুষের সেবা দিতে। ইতোমধ্যে আপনারা জেনেছেন থানায় কোন অভিযোগ, এজাহার, জিডি বা পুলিশ ক্লিয়ারেন্স নিতে আর টাকা লাগে না। আমি যতদিন এখানে আছি এ সেবা অব্যাহত