Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের অর্থ সম্পাদক শাহাজাহান আলমের মায়ের ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সিনিয়ার স্টাফ রিপোর্টার ও সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের অর্থ সম্পাদক মো: শাহাজাহান আলমের মা আনিসা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা ২০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছয় পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। রোববার রাত সাড়ে ৯টায় জানাজার নামাজ শেষে শহরের রসুলপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান পলাশ, তথ্য সম্পাদক মাজহারুল ইসলামসহ সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version