Site icon suprovatsatkhira.com

‘সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না’

ডেস্ক রিপোর্ট : ‘সাতক্ষীরা প্রেসক্লাব নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেবে না সাংবাদিকরা। প্রেসক্লাবকে ব্যবহার করে কোনো প্রকার অনৈতিক কাজ করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। সাতক্ষীরা প্রেসক্লাবে একটি কুচক্রী মহল কুক্ষিগত করে রাখতে চায়। ওই মহলটি চায় প্রেসক্লাবকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করতে। তাদেরকে সেই সুযোগ আর দেওয়া হবে না। প্রকৃত যারা সাংবাদিক তাদেরকে প্রেসক্লাব ব্যবহারের সুযোগ দিতে হবে। বর্তমানে কর্মরত সাংবাদিকদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে সাতক্ষীরা প্রেসক্লাব’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আবদুল মোতালেব মিলনায়তনে সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের প্রতিষ্ঠান, পেশাদার সাংবাদিকদের বিনোদন যাপন, সুযোগ-সুবিধা, সমস্যার সমাধানের জায়গা। কিন্তু বিগত দিনে দেখেছি সাতক্ষীরা প্রেসক্লাব ছিল কয়েকজনের ব্যক্তিগত প্রতিষ্ঠান। আমরা সাতক্ষীরা প্রেসক্লাবকে সেই জায়গায় আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো সুযোগ দিতে চাই না। সাতক্ষীরা প্রেসক্লাব জেলাবাসীর আশা-আকাক্সক্ষার প্রতীক। এই প্রেসক্লাবকে কোনভাবেই যথেচ্ছভাবে ব্যবহার করতে দেওয়া হবে না। প্রেসক্লাব হবে পেশাদার সাংবাদিকদের অভয়াশ্রম। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর রহমানের সঞ্চালনায় সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী সুজন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার জ্যোৎ¯œা আরা, দৈনিক গ্রামের কাগজের রেজাউল ইসলাম, দৈনিক প্রবাহের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিনের খন্দকার আনিসুর রহমান, এশিয়ান টিভির মনিরুজ্জামান তুহিন, দৈনিক বাংলাদেশ টুডের মতিয়ার রহমান মধু, দৈনিক আজকের সাতক্ষীরার মো. মাছুদুরজ্জামান সুমন প্রমুখ। এ সময় জেলায় কর্মরত স্থানীয়, জাতীয়, আঞ্চলিক বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version