ডেস্ক রিপোর্ট : আব্দুস সাত্তার ছিলেন সৎ ও সাহসী সাংবাদিক। সংগঠক হিসেবেও তিনি ছিলেন দক্ষ। তিনি তার কাজের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। জীবনের প্রথম শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়ে আজীবন কাটিয়েছেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক পূর্বাঞ্চলের ব্যুরো প্রধান শেখ আব্দুস সাত্তারের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম, সাবেক অর্থ সম্পাদক এম রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মধু, সহিদুল ইসলাম প্রমুখ।
তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ বলেন, তিনি ছিলেন অতিথিপরায়ণ, ভোজনরসিক, সদালাপী, নিরহংকার এবং কর্মপ্রিয় মানুষ। দিনের বেশিরভাগ সময়ে তাকে কোনো না কোনো কাজে মনোনিবেশ করতে দেখা যেতো। তিনি সমবায় সমিতি, বিআরডিবি, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন আর্থিক সংগঠনের সাথে জড়িত থেকে নিজেকে একজন সমাজসেবক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফারুক রহমান, মাছুদুর রহমান সুমন, রফিকুল ইসলাম রানা, খন্দকার আনিসুর রহমান, শেখ হাসান গফুর, জাকির হোসেন মিঠু, স.ম মসিউর রহমান ফিরোজ, মীর মোস্তফা আলী, জিএম মোশাররফ হোসেন, হাফিজুর রহমান, সমাজকর্মী সরদার গিয়াস উদ্দীন প্রমুখ। স্মরণসভায় মরহুম আব্দুস সাত্তারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ শেখ কামরুল ইসলাম।