নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩ তম কারামুক্তি উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় সাতক্ষীরা শহরের কামাল নগরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সাতক্ষীরা জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যানের সঞ্চালনায় জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাও. মো. কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শের আলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষকদলের আহŸায়ক আহসানুল কাদির স্বপন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জেলা কৃষকদলের যুগ্ম আহŸায়ক সালাউদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম-আহŸায়ক আবদুল্লাহ-আল-মাসুম রাজ, জেলা জাসাস নেতা মনিরুজ্জামান মনি, পৌর ওয়ার্ড বিএনপির নেতা ০১ নং ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি অলিউর রহমান অলি, সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, ৫নং ওয়ার্ড সভাপতি নূরে আলম সিদ্দিকী, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল খোকন, সাংগঠনিক নাসির উদ্দিন বাবু, ৮নং ওয়ার্ড নুরুল হক, ৯ নং ওয়ার্ড সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সাতক্ষীরায় তারেক রহমানের কারামুক্তি উপলক্ষে সভা ও দোয়া
https://www.facebook.com/dailysuprovatsatkhira/