সেপ্টেম্বর ২৬, ২০২০
সাতক্ষীরার পরিকল্পিত উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি – জন প্রশাসন সচিব ইউসুফ হারুন
সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : জন প্রশাসন সচিব ইউসুফ হারুন বলেছেন, সাতক্ষীরার পরিকল্পিত উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। সাতক্ষীরার উন্নয়ন হোক এটা আমি মনেপ্রাণে চাই। আম্পানের তান্ডব ও করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সাতক্ষীরা জেলার দায়িত্ব দিয়েছেন। আমি সাতক্ষীরার মানুষ তাই দায়িত্ব পেয়েই জেলার সার্বিক দিক সম্পর্কে অবগত হয়ে উন্নয়ন ও প্রয়োজনীয় কাজ করে যাচ্ছি। প্রতাপনগরের ভাঙন কবলিত এলাকা দেখেছি। সেখানে কিছু ছোট খাট ভাঙনের নির্মাণ কাজ স্থানীয় ও পাউবো’র উদ্যোগে করা হয়েছে। বড় ভাঙনগুলোর দায়িত্ব সেনাবাহিনীর উপর দেওয়া হয়েছে তারা শীতের শুরুতে সে কাজগুলি করবেন। এডিবি’র অর্থায়নে এ কাজ সম্ভব নয় বিধায় বড় আকারে বাজেট করে উপক‚লীয় এলাকার টেকসই ভেড়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাতক্ষীরা থেকে পটুয়াখালী পর্যন্ত টেকসই নির্মাণ কাজের জন্য সাড়ে চার হাজার কোটি টাকার প্রোজেক্ট হাতে নেওয়া হয়েছে। 8,433,226 total views, 6,640 views today |
|
|
|