Site icon suprovatsatkhira.com

সাজেক্রীস নির্বাচন: জেলা ক্লাব ঐক্য পরিষদের পক্ষে ৬২টি ক্লাবের সমর্থন

নিজস্ব প্রতিবেদক: বিরামহীন গণ সংযোগ, মত বিনিময় আর প্রচার প্রচারণার মধ্য দিয়ে নির্বাচনি লড়াইয়ে এগিয়ে যাচ্ছে জেলা ক্লাব ঐক্য পরিষদ।
গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক গণ সংযোগ ও মত বিনিময়ের পর এমন চিত্রই দেখা গেছে এমন দৃশ্যই দেখা গেছে সাজেক্রীস’র নির্বাচনি মাঠ ঘুরে। গতকাল শনিবার দিনভর ভোটার, বিভিন্ন ক্লাব কর্মকর্তাসহ ক্রীড়াভক্ত নেতৃবৃন্দেও সাথে গণ সংযোগ ও মত বিনিময় করেন জেলা ক্লাব ঐক্য পরিষদের প্যানেল ভুক্ত প্রার্থীরা। বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী ও সমাজ সেবক এ কে এম আনিছুর রহমানের নেতৃত্বে জোটবদ্ধ সব প্রার্থীরা জেলার কালিগঞ্জ, দেবহাটা ও পারুলিয়া এলাকার ক্লাব কর্মকর্তাদের সাথে নির্বাচনি শুভেচ্ছা বিনিময় করেন।
জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের সাথে একাত্বতা ঘোষণা করেছে ৬২টি ক্লাব। ক্লাব গুলো হলো ইউনাইটেড ক্লাব, টাউন স্পোর্টিং ক্লাব, ইয়ং টাউন ক্লাব, এরিয়ান্স ক্লাব, রাইজিং এরিয়ান্স, সুলতানপুর ক্লাব, অর্নিবান সংস্থা, জুনিয়র অনির্বাণ, সায়ের স্পোর্টিং ক্লাব, কুখরালি আদর্শ যুব সংঘ, সবুজ কুখরালী, কুখরালি ভলিবল স্পোর্টিং ক্লাব, বাঁকাল প্রভাতী সংঘ, বাঁকাল সুলতান আহমেদ স্মৃতি সংঘ, লাবসা পল্লী মঙ্গল সমিতি, ইয়ং স্পোর্টিং লাবসা, সপ্তগম রিক্রিয়েশন ক্লাব, সোনালী স্পোর্টিং ক্লাব, নবারুন যুব সংঘ আলিপুর, কামারনগর ক্রিকেট ক্লাব, মহমেডান ক্লাব, ইয়ং মহমেডান ক্লাব, জোড়দিয়া মর্ডান স্পোর্টিং ক্লাব, গাভা ক্রীড়া সংস্থা, দহকুলা মিতালী সংঘ, মুনজিতপুর ক্লাব, চলন্তিকা ক্লাব, ইসুমিয়া স্মৃতি সংসদ, ইউনুস আলী স্মৃতি সংসদ, রয়েল ক্রিকেট একাডেমি, সাতক্ষীরা ক্রিকেট একাডেমি, তুফান স্পোর্টিং ক্লাব, আজাদী সংঘ, স্টুডেন্টস ক্লাব, আজাদ স্মৃতি সংসদ, মুন্সিপাড়া ক্লাব, ইয়ং মুন্সিপাড়া যুব সংঘ, পালতি বাগান স্পোর্টিং ক্লাব, উত্তরন সংঘ, ভালুকা চাঁদপুর সবুজ সংঘ, মোল্ল্যা সৃতি সংসদ, বলাকা ক্রীড়া চক্র, ইয়ং বলাকা ক্রীড়া চক্র, হিন্দোল যুব সংঘ চাপড়া, টি এন্ড টি ক্লাব, ক্রিকেট ক্লাব,পুরাতন সাতক্ষীরা, শহীদ কাজল খোকন স্মৃতি সংসদ, থানাঘাটা সোনালী সংঘ, শেখ সামসুর রহমান স্মৃতি সংসদ, শেখ রাসেল ক্রীড়া চক্র, শিয়ালডাঙ্গা স্পোর্টিং ক্লাব, মর্ডান ক্রিকেট একাডেমি ক্লাব, ডাঃ কিউ,এ সিদ্দিকী স্মৃতি সংসদ, কাশেমপুর মুক্ত সবুজ সংঘ, রফিকুল ইসলাম ওদুদ স্মৃতি সংসদ, চিংড়ী বাংলা ক্লাব, পুরুলিয়া যুবক সমিতি, ওরিয়েন্ট ক্লাব পারুলিয়া, দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব, ইয়ং স্টার ক্লাব, ক্রিকেট ক্লাব, শহীদ কাজল সৃতি সংসদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version