Site icon suprovatsatkhira.com

সাংবাদিকদের প্রচেষ্টা: ঘরে ফিরল ভারসাম্যহীন যুবক

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় সাংবাদিকদের প্রচেষ্টায় আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রাম থেকে হারিয়ে যাওয়া আরিফুল ইসলাম বাবু (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক পুনরায় তার স্বজনদের ফিরে পেয়েছে। সে মাড়িয়ালা গ্রামের আব্দুল হামিদ মোল্যার ছেলে। গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় আরিফুল। এরপর শুক্রবার সন্ধ্যায় আরিফুল পৌঁছায় দেবহাটার ঈদগাহ বাজারে। সেখানে অবস্থানকালীন সময়ে ঈদগাহ বাজার কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিক আব্দুর রব লিটু ও নির্মল কুমার মন্ডলের নজরে আসে সে। এক পর্যায়ে তার পরিচয় জানার পর পরিবারের সদস্যদের খবর দিলে শনিবার দুপুরে আরিফুলের বাবা এবং ভাই সেখানে পৌঁছালে তাদের কাছে আরিফুলকে হস্তান্তর করা হয়। পাশাপাশি কিছু নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় আরিফুলের পরিবারের হাতে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version