Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে স্বামী হত্যার বিচারসহ নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

শ্যামনগর অফিস : স্বামী হত্যার বিচার সহ জমি জবর দখলকারীদের হাত থেকে নিরাপত্তার দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আটুলিয়া গ্রামের নিহত মোজাফফার মোড়লের স্ত্রী মনিরা খাতুন লিখিত বক্তব্যে বলেন, বিড়ালক্ষী গ্রামের গফফার মোল্লার ছেলে মাদকসহ একাধিক মামলার আসামি আবু হাসানের নেতৃত্বে একই গ্রামের শাহজাহান সহ ১৪/১৫ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গত ২০ আগস্ট তার স্বামীর উত্তর আটুলিয়ায় পৈতৃক সম্পত্তি দখল করতে যায়। এ সময় তার স্বামী মোজাফফার মোড়ল ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে হাসান বাহিনীর সন্ত্রাসী হামলায় তারা মারাত্মক আহত হয়। তবে মোজাফ্ফার মোড়লের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। গত ৩১ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মোজাফফার মোড়ল মারা যান। এর পূর্বে আহত হওয়ার ঘটনায় মোজাফফার মোড়ল বাদী হয়ে ১৫ জনকে আসামি করে শ্যামনগর থানায় মামলা করে। মামলা নং ৩০, তারিখ ২১ আগস্ট। এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, মামলার অন্যতম আসামি শাহজাহান কবির, জোনাব আলী, মেহেদী, মাসুদ, রউফ, সবুজ, রবিউল, মজিবর, আকরাম, আব্দুল হাই, সাকাত, রনি ও কামরুল সহ এহেন মোজাফফার মোড়লের মৃত্যুর সংবাদ জেনে তারা পলাতক রয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, মোজাফফার মোড়লের মৃত্যু হওয়ার ঘটনায় হত্যা মামলা না হওয়ার জন্য বিভিন্ন দফতরে দৌড়ঝাঁপ শুরু করেছে প্রতিপক্ষরা। সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, দখলকারীরা কয়েকবার তাদের জমি দখলের চেষ্টা করে। বর্তমানে দখলকারীদের হুমকিতে মনিরা খাতুন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় বসবাস করছে। এ ঘটনায় স্ত্রী মনিরা খাতুন সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ সুপারের কাছে স্বামী হত্যার বিচারসহ নিরাপত্তার দাবি জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version