Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে লার্নিং শেয়ারিং মিটিং

শ্যামনগর অফিস : শ্যামনগরে ৬টি নারী সংগঠনের কর্মীদের সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ইউরোপিয়ান ইউনিয়ন, ক্রিষ্টিয়ান এইড, অক্সফাম সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে শ্যামনগরের মুন্সিগঞ্জের সুশীলন ট্রেনিং সেন্টারে এ মিটিং অনুষ্ঠিত হয়। প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর পরিচালনায় সুশীলন এর সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার সাহিদুর রহমান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদ সুমন, অক্সফাম কর্মকর্তা মোস্তফা আলী, ক্রিষ্টিয়ান এইড কর্মকর্তা প্যাট্রিক পালমা, মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ, আমার কুঠির মহিলা উন্নয়ন সমিতির পরিচালক মাহফুজা খাতুন। আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় নারী সংগঠনের কর্মীদের ভূমিকায় সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় সভায় আলোকপাত করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version