শ্যামনগর অফিস : শ্যামনগরে রেডিয়েন্ট হ্যাচারী অ্যান্ড নার্সারির মালিক সফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৩শ’ কোটি টাকা, জমির হারী ও অন্যান্য বকেয়াসহ প্রায় অর্ধ-কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার রেডিয়েন্ট শ্রীম্প কালচার হ্যাচারী অ্যান্ড নার্সারিতে এবং পরবর্তীতে আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তদন্ত সম্পন্ন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি এস এম মোস্তফা কামাল সহ ইউপি সদস্য, শিক্ষক, চাকুরিজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী গ্রাহকবৃন্দ প্রমুখ। তদন্ত স্থলে ভুক্তভোগী গ্রাহকবৃন্দ জানান, রেডিয়েন্ট হ্যাচারী অ্যান্ড নার্সারির মালিক সফিকুর রহমান চৌধুরী তাদের কাছ থেকে বিনিয়োগের নামে প্রতারণা করে প্রায় ৩শ’ কোটি টাকা হাতিয়ে নিয়ে কুমিল্লায় ও কক্সবাজারে রেডিয়েন্ট নামিয় ফিস অ্যাকুরিয়াম, জমি ক্রয়, আলিশান বাড়ি, আলিশান ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তদন্তে আরো জানানো হয়- সফিকুর রহমান চৌধুরী ছদ্মবেশী ভদ্রলোক সেজে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে তঞ্চকতা ও প্রতারণা করে দক্ষ টিম তৈরি করে প্রায় শ্যামনগর, কয়রা, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার প্রায় ৬শ’ গ্রাহকদের কাছ থেকে আনুমানিক ৩শ’ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। আটুলিয়া, নওয়াবেঁকী, বিড়ালক্ষী, ছোটকুপট, বড়কুপট, হাওয়ালভাঙ্গী এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া জমির হারী ও অন্যান্য বকেয়াসহ প্রায় অর্ধ-কোটি টাকা ভুক্তভোগীরা পাবেন বলে দাবি করেন। সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার জানান, প্রায় ৬০০ গ্রাহকদের কাছ থেকে আনুমানিক ৩শ’ কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ অন্যান্য বিষয় নিয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন পাঠানো হবে। আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, সফিক সাহেবের বিরুদ্ধে ভুক্তভোগী জনগণের অভিযোগের শেষ নেই, প্রতিনিয়ত তার প্রতারণা নিয়ে জনগণ অভিযোগ তুলে তাদের জমা কৃত কোটি কোটি টাকা ফেরত পেতে ডকুমেন্ট নিয়ে তার পরিষদে দারস্ত হচ্ছেন। সফিকুর রহমান চৌধুরীর ব্যবহৃত মোবাইল ফোনে সাংবাদিকের পরিচয় পেয়েই সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়ায় এ বিষয় নিয়ে কথা বলা সম্ভব হয়নি। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার নওয়াগ্রাম এর ছিদ্দিক মিয়া চৌধুরীর পুত্র সফিকুর রহমান চৌধুরীর প্রতারণা ও চাঞ্চল্যকর তথ্য দিনদিন প্রকাশ হচ্ছে।
শ্যামনগরে রেডিয়েন্ট হ্যাচারী অ্যান্ড নার্সারির মালিকের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/