হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : আম্পান ক্ষতিগ্রস্ত উপক‚লের দ্বীপ গাবুরা ইউনিয়েনর খোলপেটুয়া নদীর চরে নৌকায় সন্তান প্রসব করেছেন এক প্রসূতি মা। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের কাশেম গাজীর মেয়ে শামিমা খাতুন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ফুটফুটে একটি মেয়ে সন্তান প্রসব করেন তিনি। প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, ‘প্রসব যন্ত্রণা নিয়ে গাবুরা ইউনিয়ন থেকে শ্যামনগর সদর হাসপাতালের উদ্দেশ্যে বোর্ড নিয়ে রওনা হন তার পরিবারের সদস্যরা। এরপর বুড়িগোয়ালিনী নদীর চরে পৌঁছাতেই তিনি নৌকাতে সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর নৌকা ফিরিয়ে ঘাটে নেওয়া হয়। তবে সদ্য প্রসূত কন্যা শিশু ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তার পরিবার।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/