সেপ্টেম্বর ৪, ২০২০
শ্যামনগরে অপরিকল্পিত বিদ্যুৎ লাইনে এক কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে অরক্ষিত বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শ্রীফলকাঠি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ল ফিসে রমজান আলী (১৪) নামের ওই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পরপরই এই প্রকল্পের মালিক সহ অন্যরা আত্মগোপনে চলে গেছেন বলে জানা যায়। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে প্রকল্পের কর্মচারীরা মাছ ধরছিল। এসময় রমজান নামের ওই কিশোর মাছ কেনার জন্য এক বন্ধুর সাথে সেখানে যায়। যাওয়ার পথে বৈদ্যুতিক তারে তার পা জড়িয়ে যায়। স্থানীয়রা আরো জানান, রমজান নামের যুবক বিদ্যুৎ তারে জড়িয়েছে মর্মে লাইন বন্ধ করতে বললে কেউ এগিয়ে আসেনি বরং কর্মচারীরা বলেন কিছু মানুষকে মারার জন্য বিদ্যুতের তার দেওয়া হয়েছে। এ সময় পায়ে তার জড়ানো অবস্থায় ঘেরের পাড়ে রমজানের মৃত্যু হয়। 8,957,263 total views, 13,013 views today |
|
|
|