Site icon suprovatsatkhira.com

শ্যামনগরের নওয়াবেঁকীতে স্ত্রী নির্যাতন করে তাড়িয়ে দেয়ার অভিযোগ

শ্যামনগর অফিস : শ্যামনগরের নওয়াবেঁকীতে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। নওয়াবেঁকী গ্রামের মোস্তফা গাজীর কন্যা তানজিলা খাতুন (২৫) জানান, তার স্বামী বিড়ালা²ী গ্রামের (শেখবাড়ী) মৃত শেখ রুস্তুম আলীর পুত্র সোহরাব হোসেন (৪০) অযথা সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে প্রায় সময় মারপিট করে। গত ৬ সেপ্টেম্বর তানজিলা খাতুনের বাপের বাড়ির সামনে ইটের সোলিং রাস্তায় স্বামী সোহরাব আলী তাকে গালিগালাজ ও ভয়-ভীতি প্রদর্শন করে নারী জীবনের ক্ষতির করবে বলে হুমকি দেয়। তার কথায় প্রতিবাদ করায় মারপিট করে চলে যায়। সোহরাব আলী দুই বছর পূর্বে তানজিলা খাতুনকে বিবাহ করে দাম্পত্য জীবন সুখ শান্তিতে বসবাস করে আসছিল। বর্তমানে তার আচার আচরণ মোটেই সন্তোষজনক নহে। এখন তার বাড়িতে আমাকে না নিয়ে বা কোন প্রকার যোগাযোগ করছে না। সোহরাব আলী জানান, তার স্ত্রীকে নিয়ে পারিবারিক ঝগড়া হয়েছিল। এদিকে তার সোহরাব আলী তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন অব্যাহত রাখায় যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে তানজিলা খাতুন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version