প্রেস বিজ্ঞপ্তি : রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক, নির্বাহী সদস্য সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, এস এম শওকত হোসেন, মকসুমুল হাকিম, শেখ হারুন উর রশিদ, শেখ তহিদুর রহমান ডাবলু, জ্যোৎ¯œা আরা, শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের বিদায়ী ডিডি মো. হায়দার আলী ও নবাগত ডিডি এ এস এম আক্তার আলী, অফিস সহকারী কামরুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ইউনিটের সেক্রেটারির মৃত্যু জনিত কারণে সৈয়দ ফিরোজ কামাল শুভ্রকে ইউনিটের সেক্রেটারি হিসাবে মনোনীত করা হয় এবং আজীবন সদস্য মীর তানজীর আহমেদকে নির্বাহী সদস্য পদে কো-অপ করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/