Site icon suprovatsatkhira.com

রাউতাড়া কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের চাবি হস্তান্তর

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামীণ জনপদের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছানোর উদ্দেশ্যে রাউতাড়া কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নতুন ভবনের সামনে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করেন খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল। এ সময় রাউতাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আয়ুব আলী, এইচএ সুবাস চন্দ্র, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এইচআই মাহবুবর রহমান, জমিদাতা আশুতোষ মন্ডল, সোলাইমান গাজী, ফয়সাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২৬ লক্ষ টাকা ব্যয়ে খুলনার কামরুল এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে রাউতাড়া কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ করেন। কাজ সম্পন্ন হওয়ায় কর্তৃপক্ষের কাছে ক্লিনিকের চাবি হস্তান্তর করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version