Site icon suprovatsatkhira.com

যশোর সেনা নিবাসের উদ্যোগে বন্যা দুর্গত এলাকার গর্ভবতী মায়েদের জন্য ঔষধ প্রদান

নিজস্ব প্রতিনিধি : ‘করোনা সতর্কতায় মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সেনা নিবাসের উদ্যোগে মেডিকেল ক্যাম্পে বিসিডিএস সাতক্ষীরা’র পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকার গর্ভবতী মায়েদের জন্য চিকিৎসা ক্যাম্পের ঔষধ প্রদান করে সহযোগিতা করেছে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা বিসিডিএস ভবন কার্যালয়ে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. দ্বীন আলী তিন কার্টুন ঔষধ বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ ডিভিশন ৮৮ ব্রিগ্রেড টু-ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট’র সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আকতার হোসেন এর নিকট হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ হারিছ উল্লাহ, সহ-সভাপতি মো. কওছার আলী, মো. হাফিজুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আবু হোসেন খোকন, মো. মনিরুল ইসলাম পলাশ, শেখ রফিকুল ইসলাম মিন্টু, মো. সাইফুল ইসলাম, বিশ্বজিৎ দাশ, মৃদুল কুমার প্রমুখ। এসময় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version