সেপ্টেম্বর ১৯, ২০২০
মুজিব-বর্ষ উপলক্ষে ইমাম ও পুরোহিতদের সম্মাননা
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে মুজিব-বর্ষ উপলক্ষে ইমাম ও পুরোহিত সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদের সভাপতিত্বে ইউনিয়নের সকল মসজিদের পেশ ইমাম ও মন্দিরের পুরোহিতবৃন্দদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জ্জামান সাঈদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য আব্দুল কাদের সহ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে মসজিদের ইমামদের কে নামাজের মাসলা, তসবি ও মন্দিরের পুরোহিতদেরকে পূজার অনুদান প্রদান করেন। 8,960,948 total views, 16,698 views today |
|
|
|