কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় অবৈধ ফেসবুক বেইজড সংগঠন বেস্ট টিমের জেলা অ্যাডমিনসহ ১১ সদস্যদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ও চাঁদাবাজির অপরাধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বাদি হয়ে এক মামলাটি দায়ের করেন। মামলায় ১১ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন, সাতক্ষীরা জেলা বেস্ট টিমের অ্যাডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য বহিস্কৃত আ.লীগ নেত্রী অ্যাড. শাহানাজ পারভীন মিলি, কলারোয়ার ঝিকরা গ্রামের কোরবান আলীর ছেলে ওয়াসিম, পরানপুর গ্রামের মৃত ছিদ্দিকের ছেলে কানা বাদল, মুরারীকাটি গ্রামের মো: শাহাবুদ্দিনের ছেলে কলারোয়া উপজেলা বেস্ট টিমের আহŸায়ক ইমরান হোসেন, দলুইপুর গ্রামের নজরুলের ছেলে রুবেল মেহেদী, মুরারীকাটি গ্রামের মৃত শেখ মুজিবরের ছেলে রাজু রায়হান, তুলশীডাঙ্গা গ্রামের শহিদুলের ছেলে মেহেদী হাসান, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আসিফ খান, মুরারীকাটি গ্রামের আব্দুল মকিম বাবুর ছেলে অনিক ও বিক্রমপুর গ্রামের মেহেজাবিন জয়িতা। দায়েরকরা মামলায় ১১ জনের বিরুদ্ধে ৪৪৭/৩৮৫/৩৮৬/৩৪ পিসি তৎসহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১), (ক)(২)/২৯(১)/৩১ ধারায় অপরাধ করেছেন বলে বাদি উল্লেখ করেন।
বিস্তারিত পত্রিকায়………………..