Site icon suprovatsatkhira.com

মানুষের জানমালের নিরাপত্তায় টেঁকসই বেড়ি-বাঁধের বিকল্প নেই-আ.ফ.ম রুহুল হক এমপি

সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, ‘বানভাসি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রিং বাঁধ দিয়ে পানি আটকানো এবং পরবর্তীতে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের কোন বিকল্প নেই। দক্ষিণ অঞ্চলের নদী ভাঙন রোধে আমি সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন দপ্তরে কথা বলেছি যাতে আপাতত অতি দ্রæত রিং বাঁধ ও পরবর্তীতে টেকসই বাঁধ দিয়ে বানভাসি মানুষ ও ভাঙন কবলিত এলাকাকে রক্ষা করা যায়।
উপক‚লবর্তী জনগণ ও জনপদকে রক্ষার লক্ষ্যে টেকসই বেড়ি-বাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে দুই হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। অতি দ্রæত সেই বরাদ্দের কাজ শুরু হবে’। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও প্রতাপনগর ইউনিয়নের বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় বানভাসি মানুষের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, লঘুচাপ অতি বর্ষণ ও প্রবল জোয়ারের কারণে ভাঙন কবলিত এলাকার মূল বাঁধ ও রিং বাঁধ ভেঙে প্রতাপনগর ১৭টি, শ্রীউলা ইউনিয়নের ২২টি ও আশাশুনি সদর ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, শত শত বিঘা মৎস্য ঘের, বানভাসি মানুষ তাদের ঘর ছাড়া হয়ে রাস্তার উপরে বিভিন্ন জায়গায় টোঙ বেঁধে মানবেতর জীবনযাপন করছে। তারা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে দুশ্চিন্তার কোন কারণ নেই। এই চরম বিপর্যয়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমি আপনাদের পাশে আছি এবং থাকব’। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কু-প্রভাবে প্রতিবছরই আমাদের এ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই স্থায়ী টেঁকসই সমাধানের জন্য বর্তমান সরকার নদী ভাঙন রোধে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। প্রতিকুল অবস্থা থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে’। এ সময় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলকন্ঠ সোম, সাধারণ সম্পাদক শম্ভুজীত মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, আবু হেনা সাকিলসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version