ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরাতে মানব পাচার দমনে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২২ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তা ও শিশু প্রতিনিধিদের সমন্বয়ে জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ইনসিডিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং নারীর প্রতি সহিংসতা নিরসনের মানব পাচার দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন। ইনসিডিন বাংলাদেশ এর প্রতিনিধি সাকিবুর রহমান বাবলার সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মোস্তাফা জামান, অফিসার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জেলা আনছার ভিডিপি অফিসার হোসনে আরা, লিগ্যাল এইড প্যালেন আইনজীবী হাসনা হেনা খান, মাছরাঙ্গা টিভি ও আমাদের সময়ের নিজস্ব প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, এনজিও প্রতিনিধি- জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মহিদ হোসেন, সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের লিয়াজো অফিসার মো. রুহুল আমীন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, জিওবি-ইউনিসফের জয়েন্ট প্রোগ্রামের উপজেলা সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিক, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আঃ জব্বার, আলীপুর ইউনিয়ন মুসলিম নিকাহ রেজিস্ট্রার মুহাম্মদ রেজাউল করিম, শিশু প্রতিনিধি- পূজা দাশ, শুভ ইসলাম, সমিউর রহমান, ফারিয়া সুলতানা যুথী ও সুবর্ণ নাগরিক মারিয়া।
মানব পাচার দমনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/