প্রেস বিজ্ঞপ্তি : ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে অন্যের বাড়ি ভাঙচুর, লুট-পাট ও সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে অ্যাড. শাহানাজ পারভিন মিলিকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক জোৎস্না আরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অ্যাড. শাহানাজ পারভিন মিলি জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ ব্যবহার করে জেলা ব্যাপী সংগঠন বিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। বার বার মৌখিক ভাবে তাকে সতর্ক করা হলেও তার মধ্যে কোন পরিবর্তন লক্ষ করা যায়নি। এজন্য কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক শাহনাজ পারভিন মিলিকে জেলা মহিলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।