Site icon suprovatsatkhira.com

মহাসড়কে দু’ধারে বালু রেখে ব্যবসা: ঝুঁকিতে পথচারীরা

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার তুজুলপুর থেকে ঝাউডাঙ্গা ওয়ারিয়া পর্যন্ত যশোর-সাতক্ষীরা মহা-সড়কের দুই পাশে বালি রেখে ব্যবসা করছেন কতিপয় ব্যবসায়ী। ফলে মহা-সড়কে দ্রæতগামী গাড়ি চলাচলে বিঘিœত হচ্ছে পাশাপাশি ঝুঁকিতে থাকছে পথচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এলাবাসী সহ পথচারীরা বলেন, রাস্তার দুই পাশে বালু রাখার কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রধান সড়কের ভারী যানবাহন যাতায়াতের কারণে বাতাসে উড়ে বালু পথচারীদের চোখে মুখে যায়। এর ফলেও সৃষ্টি হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। আর এ ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী বাইসাইকেল ভ্যান মোটর ভ্যান ইজিবাইক মহেন্দ্র মোটরসাইকেলসহ সকল ধরনের পথচারীরা। রাস্তার পাশে বালি দ্রæত অপসারণ করে রাস্তার পাশে বালির ব্যবসা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী। এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, ‘এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version