Site icon suprovatsatkhira.com

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে দেবহাটার এসিল্যান্ড জহিরুল ইসলাম কুলিয়ার জাহিদ এন্টার প্রাইজের মো: হায়দার আলীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯/৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হঠাৎ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে কুলিয়া বাজারের ব্যবসায়ী হায়দার ৩৭ টাকা ৫০ পয়সা কেনা পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি করছিল। সেই খবর পেয়ে তাৎক্ষণিক দেবহাটা উপজেলার এসিল্যান্ড জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে অসাধু ব্যবসায়ী হায়দারকে জরিমানা করে। এ সময় দেবহাটা থানার এ.এস.আই সুজিত, পুলিশ সদস্য আবু তালেব, সাংবাদিক ওমর ফারুক মুকুল, শাহিনুর ইসলাম, রুহুল আমিন মো: সরোয়ার হোসেন, কুলিয়া বাজার কমিটির সভাপতি এস এম মজনুর রহমান উপস্থিত ছিলেন ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version