নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে দেদারসে চলছে অবৈধ ডিশ লাইন ক্যাবল ব্যবসা। সূত্রে জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) লাইসেন্স ছাড়াই ওই প্রতিষ্ঠানের মালিক বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা গ্রামের সুদীপ্ত বিশ্বাসের নিজ বাড়িতে কন্ট্রোল রুম খুলে অবৈধভাবে ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছেন। এলাকাবাসী মনে করেন, অনৈতিক ভাবে ডিশ ক্যাবল ব্যবসা করার কারণে একদিকে যেমন সরকারের রাজস্ব ক্ষাতে ধস নামছে, ঠিক তেমনি যেন-তন ভাবে লাইন নিয়ে গ্রাহকেরা পড়ছে বিপাকে।
২০১৯ সালের ২০ ডিসেম্বর বিভিন্ন জিজ্ঞাসাবাদের পর সুদীপ্ত বিশ্বাস দোষ স্বীকারের মাধ্যমে দোষী প্রমাণিত হওয়ায় তার অবৈধ মালামাল জব্দ করা হয়। সুদীপ্ত বিশ্বাস ওই সময় দাবি করেন আমি একজন ফিড লাইন ব্যবসায়ী। বিনা লাইসেন্সে ক্যাবল ব্যবসা করার অপরাধে সুদীপ্ত বিশ্বাসকে সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই সিদ্দিকী ৫০ হাজার টাকা জরিমানাও করেন। এ সময় আব্দুল হাই সিদ্দিকী অবৈধ/লাইসেন্স বিহীন ক্যাবল অপারেটর/ফিড অপারেটর ব্যবসায়ীদের সরকারি বিধি অনুযায়ী বিটিভি থেকে বাণিজ্যিক লাইসেন্স করে নেওয়ার জন্য আহŸান জানান। এ বিষয়ে নতুন করে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি), শ্যামনগর আব্দুল হাই সিদ্দিকী বলেন, সুদীপ্ত বিশ্বাসকে আবারও মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে। উনি যদি ওনার অবৈধ ডিশ লাইন বা ক্যাবল লাইনের ব্যবসা বন্ধ না করেন সেক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করার ধারা অব্যাহত রাখব।