Site icon suprovatsatkhira.com

বিজ্ঞানমনস্ক প্রজন্ম ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়-কলারোয়ার ইউএনও

কলারোয় প্রতিনিধি : কলারোয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২০ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। এ সময় তিনি বলেন, বিজ্ঞান মানুষকে অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বাংলাদেশের আত্ম-সামাজিক অবস্থার উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উদ্ভাবনমূলক কাজে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে। বিজ্ঞানমনস্ক প্রজন্ম ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। তিনি আরো বলেন, সরকারের এ যাত্রা অব্যাহত রাখতে হলে বিজ্ঞান ভিত্তিক মানসম্মত পড়ালেখা করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু ও দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনলাইন প্রতিযোগিতায় উপজেলার আঠারোটি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান, কুশোডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান ও বি এস এইচ সিঙ্গা মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version