Site icon suprovatsatkhira.com

বাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি : “বৃক্ষের নাম জীবন এসো সবাই গাছ লাগাই জীবন বাঁচাই” শ্লোগানকে সামনে রেখে প্রায় দুই শতাধিক ঔষধী বনজ, ফলজ ও শোভাবর্ধনকারী চারাগাছ এবং কলম বিতরণের মাধ্যমে তাদের দ্বিতীয় পর্যায়ের বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। ২০২০ সালে দাখিল ও এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে শুক্রবার স্থানীয় বাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়। শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অধ্যাপক রজব আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডা. মো. ঈসরাইল, মাস্টার রমেশ ঘোষ, মাস্টার জুলফিকার আলী, ডা. শাহীন, মো. মহিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদ, মো. আবু রায়হান ও সাংবাদিক মিনাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে মাস্ক প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version