নিজস্ব প্রতিনিধি : সমাজসেবক ইতালী প্রবাসী রনি আহম্মেদের পক্ষ থেকে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছায় বাইতুর নূর জামে মসজিদে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সাংবাদিক আতিকুর রহমান প্রবাসী রনি আহম্মেদের পক্ষে বাইতুর নূর জামে মসজিদ কর্তৃপক্ষের হাতে অনুদান হিসেবে নগদ ১৮ হাজার টাকা প্রদান করেন। এ সময় মসজিদের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত শিক্ষক জিএম কওছার আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। ইতালী প্রবাসী রনি আহম্মেদ এর পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/