Site icon suprovatsatkhira.com

বন্দকাটি ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আর নেই

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি আহমাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল (অবসরপ্রাপ্ত) ও এমএমপুর চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও. আব্দুল করীম (৭৫) আর নেই। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে বন্দকাটি গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ২ মেয়ে, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত জামে মসজিদের পাশে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় জেলা জামায়াতের আমির হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরিতে ভূমিকা পালনকারী মাও. আব্দুল করীম এর মৃত্যুতে তার সহকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক জ্ঞাপন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version