Site icon suprovatsatkhira.com

প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে র‌্যাবের বিশেষ সাময়িকী উপহার তুলে দিল র‌্যাব-৬

ডেস্ক রিপোর্ট : র‌্যার ফোর্সের ১৬ তম বর্ষ পূর্তিতে প্রকাশিত বিশেষ সাময়িকী সাতক্ষীরার সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা র‌্যাব -০৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এ.এস.পি মো: বজলুর রশিদ এর পক্ষে র‌্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরার এস আই মো: আলমাছ মিয়া সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম নূর ইসলাম ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমানের হাতে কর্মরত সাংবাদিকের জন্য এ বিশেষ সাময়িকী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সুজন, সিনিয়র সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক শহিদুল ইসলাম, খন্দকার আনিসুর রহমান, স.ম মশিউর রহমান ফিরোজ, মাছুদুর জামান সুমন, শেখ হাসান গফুরসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version