নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী দেশ-রতœ জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী চার দিন ব্যাপী অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, পথ শিশুদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ, দোয়া অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা যুবনেতা ও সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য জি এম ওয়াহিদ পারভেজ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় সাতক্ষীরা ফজলুল উলম্ হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাঝে বস্ত্র বিতান এবং দুই শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে রান্না খাবার বিতরণ করেন জেলা যুবলীগের নেতৃত্ববৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম নান্টু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ছাত্র ও স্কুল বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুবনেতা শেখ আব্দুল হালিম, জেলা যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, যুবনেতা এম জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা শেখ আহছান হাবিব লিমু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা তানভীর কবির রবিন, সাবেক সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি মিঠুন ব্যানার্জী, ছাত্রলীগ নেতা আসিফ মাহমুদ মমিন সহ প্রমুখ।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করছে জেলা যুবলীগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/