…………………………………………পাউবো’র মহাপরিচালক (পরিকল্পনা) মোতাহার হোসেন
সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (পরিকল্পনা) মোতাহার হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সকল বেড়ি-বাঁধ সংস্কারে দুই হাজার কোটি টাকার প্রকল্পের কাজ অতি দ্রæতই শুরু হবে। প্রধানমন্ত্রী নিজে নদী ভাঙন এলাকা ও বাঁধ নির্মাণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় টেঁকসই বাঁধ নির্মাণ করে নদী পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা হবে। বাঁধকে টেঁকসই করতে বেড়ি-বাঁধে বনায়ন ও নদী সংলগ্ন খালগুলো খনন করে পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ করে জলাবদ্ধতা দুর করা হবে’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী বেড়ি বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করে তিনি এ কথা বলেন। তিনি খোলপেটুয়া নদীর জোয়ার আটকানোর জন্য হাজরাখালী থেকে মাড়িয়ালা হয়ে কোলাঘোলা পর্যন্ত সাড়ে ৬ কি.মি. বিকল্প রিং বাঁধ নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান। এ সময় পানি উন্নয়ন বোর্ডের খুলনা রেঞ্জের চিফ ইঞ্জিনিয়ার রফিক উল্লাহ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আবুল হোসেন, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী ২ সুধাংশু শেখর, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রমুখ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষে জনপ্রতিনিধিবৃন্দ জরাজীর্ণ কলিমাখালী ¯øুইচগেটসহ উপজেলার সকল ¯øুইচগেট মেরামত ও খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরশনের দাবি ও প্রতাপনগরের দুটি গ্রামকে জোয়ারভাটা থেকে পরিত্রাণ দিতে আরও দুই কি.মি. বিকল্প রিং বাঁধ নির্মাণে সহযোগিতার জন্য উপস্থিত কর্মকর্তাবৃন্দের কাছে আহŸান জানান।
‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় টেঁকসই বাঁধ নির্মাণ করে স্থায়ীভাবে মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা হবে’
https://www.facebook.com/dailysuprovatsatkhira/