Site icon suprovatsatkhira.com

প্রতাপনগরের গড়ুইমহল খালের কালভার্টটি ভূমি-গর্ভে: বিকল্প যাতায়াত ব্যবস্থার দাবি

নিজস্ব প্রতিনিধি : প্রতাপনগরের গড়ুইমহল খালের কালভার্টটি জোয়ার-ভাটার ভাঙনে একেবারে তলিয়ে যাওয়ায় আশাশুনির সাথে যোগাযোগ প্রায় দুরূহ হয়ে উঠেছে। অবিলম্বে কাঠের ব্রিজ অথবা বাঁশের সাঁকোর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ করেছেন বানভাসি প্রতাপনগরবাসী। গত ২০ মে প্রলয়ংকরী জলোচ্ছ¡াস আম্পান ঘূর্ণিঝড়ে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়ি-বাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নটি প্লাবিত হয়। সেই থেকে দীর্ঘ ৪ মাস ধরে প্রতিদিনই ইউনিয়নের জনপদ জুড়ে জোয়ার-ভাটা চলছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ও স্থানীয় লোকজনের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধ দিয়ে ছোট ছোট করে কিছু এলাকার পানি আটকানোর চেষ্টা চলছিল। এর মধ্যে গত ২০ আগস্টের প্রবল জোয়ারে আবার সব ভেঙে একাকার হয়ে যায়। এই সময় থেকেই গড়–ইমহল খালের কালভার্টটির দুধারের কার্পেটিং রাস্তা ছাপিয়ে পানির ¯্রােত প্রবাহিত হতে থাকায় কালভার্টটি ধীরে ধীরে বসে যেতে থাকে। গত কয়েক দিনে সেটি একেবারে ভূমি গর্ভে চলে যাওয়ায় যাতায়াত ব্যবস্থায় নৌকাই ভরসা হয়ে পড়েছে। বিকল্প যাতায়াত ব্যবস্থা হিসেবে কালভার্টটির পশ্চিম পাশ দিয়ে কাঠের ব্রিজ অথবা বাঁশের সাঁকোর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ করেছেন বানভাসি প্রতাপনগরবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version