সেপ্টেম্বর ২৫, ২০২০
পৌরসভার দৌলতপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল যুবকের স্বপ্ন
নিজস্ব প্রতিনিধি : রাতের আধারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে খেটে খাওয়া যুবক রেজাউল ইসলামের ট্রাক্টর। সেই সাথে ছাই হয়েছে তার বুকে লালিত স্বপ্ন। শুক্রবার ভোর রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ট্রাক্টর মালিক ওই এলাকার ওয়াজেদ মোড়লের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে প্রচন্ড আওয়াজে ঘুম ভাঙে তাদের। বাড়ি থেকে বের হয়ে দেখতে পায় রাস্তার পাশে রাখা ট্রাক্টরটি দাউ দাউ করে জ্বলছে। দ্রæত পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন তারা। আগুন নেভানোর চেষ্টায় তারা সফল হলেও ততক্ষণে ট্রাক্টরটির অধিকাংশই পুড়ে যায়। ভুক্তভোগী রেজাউল ইসলাম জানান, ‘৬ মাস আগে কিস্তিতে ১৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যে গাড়িটি ক্রয়ের পর মাত্র এক মৌসুম কাজ হয়েছে। এখন কাজ না থাকায় গাড়িটি রাস্তার পাশে রাখা ছিল। এখনো কিস্তির টাকা পরিশোধ হয়নি। গাড়িতে থাকা একশো’ লিটার তেলসহ প্রায় গাড়িটির অধিকাংশই পুড়ে গেছে’। এ ঘটনায় তিনি সাতক্ষীরা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনা তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে খবর পেয়ে শুক্রবার সকালে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চার-পাঁচ জনকে আসামি করে একটা মামলা দায়ের হয়েছে’। 8,953,956 total views, 9,706 views today |
|
|
|