Site icon suprovatsatkhira.com

পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ডোপ টেস্ট করে ১৬ মাদক সেবী আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলাকে মাদক মুক্ত রাখতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬ মাদক সেবীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোমরা স্থল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম ভোমরা স্থল বন্দর সংলগ্ন সীমান্তবর্তী পল্লী-শ্রী চৌ-রাস্তার মোড়, আলীপুর পাঁচানি মোড় ও গাংনীয়া ব্রিজ এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে উক্ত সন্দেহ ভাজন ৩৮ জনকে আটক করার পর মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট শেষে ১৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাদের সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই মাদক বিরোধী অভিযানে আরও উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক বিপ্লব সরকার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার প্রমুখ। সাতক্ষীরা সদর সার্কেল মির্জা সালাহউদ্দিন জানান, সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা ও অন্যান্য জেলার মাদক সেবীরা ভোমরার সীমান্তবর্তী এলাকায় এসে মাদক সেবন করে আবার নিজ এলাকায় ফিরে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে তিনটি পয়েন্টে পৃথক অভিযান পরিচালনা করে সেখান থেকে সন্দেহ ভাজন৩৮ জনকে আটক করে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । এরপর তাদের ডোপ টেস্ট শেষে ১৬জনের রিপোর্ট পজিটিভ আসলে তাদের সদর থানায় সোপর্দ করা হয়। তিনি আরও জানান শনাক্তকারী ১৬ জন মাদকসেবীর নিকট যারা মাদক বিক্রি করেছে তাদেরও শনাক্তের কাজ চলছে এবং আটক ১৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version