Site icon suprovatsatkhira.com

পারুলিয়ায় মা ও শিশুর মাঝে ত্রাণ বিতরণ

দেবহাটা প্রতিনিধি : পারুলিয়ায় মা ও শিশুদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিসেফের অর্থায়নে সুশীলনের সহযোগিতায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরী পুষ্টি সেবা সার্ভিস প্রকল্পের আওতায় এ ত্রাণ বিতরণ করা হয়। সুশীলন পারুলিয়া ইউনিয়ানের ভলান্টিয়ার শামিমা সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ সময় পারুলিয়া ইউনিয়নের সেক্রেটারি আব্দুল হাকিম, ইউপি সদস্য গোলাম ফারুক, সালাউদ্দীন শরাফী, ইয়ামিন মোড়ল, মকরম শেখ, মহিউদ্দীন হোসেন, দফাদার নরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version