নিজস্ব প্রতিনিধি : আসন্ন উপ নির্বাচন ঘিরে বর্তমানে উপজেলাব্যাপী শুরু হয়েছে তুমুল আলোচনা। ইতোমধ্যেই উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতার ঘোষণা দিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতারা। শুধু প্রচার প্রচারণা কিংবা মতবিনিময় নয়, উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার জন্যও নিয়মিত কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন এসকল মনোনয়ন প্রত্যাশীরা।
গত ৭ আগস্ট করোনা ভাইরাস সংক্রমণে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি মৃত্যুবরণ করায় শূন্য হয় গুরুত্বপূর্ণ এ পদটি। ফলে ওই পদটির আসন্ন উপ নির্বাচন ঘিরে বর্তমানে উপজেলাব্যাপী শুরু হয়েছে আলোচনা।
তবে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে তৃণমূল নেতা-কর্মী ও কাউন্সিলারদের আস্থা অর্জনের মাধ্যমে উপজেলাব্যাপী আলোচনায় রয়েছেন টানা তিনবারের নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
বিস্তারিত পত্রিকায়…………………………