Site icon suprovatsatkhira.com

দেবহাটায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ তাজুরুল ইসলাম তাজু, রমজান আলী মোড়ল, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, মিজানুর রহমান, মুজিবর রহমান, সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, দেবহাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন সিরাজ, সাধারণ সম্পাদক হালিম মোস্তফা প্রমুখ। এ সময় দলীয় কর্মকান্ড আরো গতিশীল করা এবং কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সকল কাজ সময় মত সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version