নিজস্ব প্রতিনিধি : “ধান লাগিয়ে ক্ষেতে যদি ডাল পুতে দাও, পাখি বসে ধরে খাবে মাজরা পোকার ছাও” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে ধানের ক্ষেতে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার থেকে পর্যায়ক্রমে কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ইউনিয়নের বিভিন্ন বøকে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীরের নির্দেশ মোতাবেক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমানের নেতৃত্বে সরাসরি কৃষকের জমিতে যেয়ে এ কর্মসূচি পালন করা হয়। পার্চিং অর্থাৎ পাখি বসার জন্য ফসলের খেতে গাছের ডাল বা অন্য উপকরণ ব্যবহার করে বিষমুক্ত প্রাকৃতিক উপায়ে ফসলের ক্ষতিকর পোকা দমন করার উপায় বাস্তবে দেখান কর্মকর্তারা। যার ফলে কৃষকের রাসায়নিকের উপর বাড়তি অর্থ ব্যায় কমে আসবে এবং নিরাপদ ফসল উৎপাদন হবে বলেও জানানো হয়। এ সময় উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলীর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহম্মেদ, জিএম আল-মামুন, আহম্মদ সাঈদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, ইউনুস আলী, আলাউর রহমান, জাহিদুর রহমানসহ বিভিন্ন বøকের কৃষকরা উপস্থিত ছিলেন।
দেবহাটায় ফসল উৎপাদনে ধান ক্ষেতে পার্চিং উৎসব
https://www.facebook.com/dailysuprovatsatkhira/