নিজস্ব প্রতিনিধি : দেবহাটায় আর্ন্তজাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাইকেল র্যালি ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রুপান্তরের বাস্তবায়নে জিসার্পের আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে পিস কনসোর্টিয়াম (উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জন সম্পৃক্ত করণ) প্রকল্পের আওতায় পিস ক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করা হয়। এতে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন থেকে আগত ৪৫ জন পিস ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আলোচনা ও গণস্বাক্ষর শেষে একটি সাইকেল র্যালি বের হয়।
সাইকেল র্যালিটি উপজেলা মাঠ থেকে বের হয়ে সখিপুর ঈদগাহ বাজার অতিক্রম করে চন্ডিপুর হয়ে উপজেলা প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে সমবেত হয়। তবে এবারের শান্তি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শান্তির পথে এক সাথে’। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য এই তিনটি বিষয়কে সামনে রেখে শান্তি দিবস পালন করা হয়। সাইকেল র্যালির আগে আর্ন্তজাতিক শান্তি দিবসের তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠান করা হয় ও র্যালির উদ্বোধন করা হয়। আলোচনা ও সাইকেল র্যালির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম. স্পর্শ, উপজেলা সাইকোসোস্যাল কমিটির সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের আহŸায়ক মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উত্তম কুমার রায়, মীর খায়রুল আলম প্রমুখ।